প্রকাশিত: Tue, Jan 17, 2023 1:41 PM
আপডেট: Sun, Jan 25, 2026 8:55 PM

পাকিস্তানে সিনিয়র আইনজীবী নেতা লতিফ আফ্রিদিকে গুলি করে হত্যা

রাশিদুল ইসলাম: পাকিস্তানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী লতিফ আফ্রিদিকে সমিতির কক্ষেই গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) আইনজীবী সমিতির কক্ষে এ ঘটনা ঘটে। ডন

গুলির ঘটনার পর তাৎক্ষণিক লতিফ আফ্রিদিকে পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিনিয়র পুলিশ সুপার কাশিফ আব্বাসি ডনকে বলেন, পেশোয়ার হাইকোর্ট আইনজীবী সমিতির কক্ষে অন্য আইনজীবীদের সঙ্গে বসেছিলেন লতিফ আফ্রিদি। এ সময় এক অস্ত্রধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

হামলাকারী লতিফ আফ্রিদির আত্মীয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার নাম আদনান আফ্রিদি বলে জানা গেছে। তার কাছ থেকে একটি ছোট আগ্নেয়াস্ত্র, জাতীয় পরিচয়পত্র ও একটি শিক্ষার্থী পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

আব্বাসি আরও বলেন, ‘ব্যক্তিগত শত্রুতার’ কারণে এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশের ধারণা। হামলাকারীর চাচাতো ভাই সোয়াতের সন্ত্রাসবাদবিরোধী আদালতের বিচারক আফতাব আফ্রিদি গত বছর গুলিতে নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় লতিফ আফ্রিদি ও তার পরিবারের সদস্যদের নাম ছিল। কিন্তু পরে সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত তাদের খালাস দেন।

এদিকে, এই ঘটনাকে ‘নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি’ আখ্যা দিয়েছে পেশোয়ার হাইকোর্ট আইনজীবী সমিতি। তারা প্রশ্নে তুলেছে, একজন ব্যক্তি কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে সমিতির কক্ষ পর্যন্ত পৌঁছাতে পারল। পেশোয়ার হাইকোর্ট আইনজীবী সমিতির দপ্তর হাইকোর্ট চত্বরের ভেতরই অবস্থিত। সেখানকার প্রবেশপথে নিয়মিত কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। কেবল পরিচয়পত্র দেখেই লোকজনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়। সম্পাদনা: খালিদ আহমেদ